ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভটভটির ধাক্কায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
ভটভটির ধাক্কায় বাইকার নিহত

জয়পুরহাট: জয়পুরহাটে ভটভটির ধাক্কায় সানজিদ হোসেন আলিফ (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের প্রস্তাবিত সিমেন্ট কারখানা প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলিফ জয়পুরহাট শহরের শান্তিনগর মহল্লার মো. আলামিনের ছেলে। তিনি মঙ্গল বাড়ি এমএম ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে শহরের নতুন হাটে গরু নামিয়ে দিয়ে শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটি গুলশান মোড়ের দিকে আসছিল। দুপুর দেড়টার দিকে সেটি প্রস্তাবিত সিমেন্ট কারখানা প্রকল্পের এক নম্বর গেটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আলিফের মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোলাম সারোয়ার হোসেন  বলেন, ভটভটির ধাক্কায় ঘটনাস্থলেই কলেজছাত্র আলিফের মৃত্যু হয়। তার মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভটভটিটি জব্দ করেছে পুলিশ। তবে ভটভটির চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।