ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
আদিতমারীতে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে ধাক্কায় লিয়ন ইসলাম (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।  

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের উপজেলা সদরের মমিনের গ্যারেজ রেল গেট টাওয়ার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়ন ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে রেল লাইনের ধারে ঘোরাফেরা করছিল প্রতিবন্ধী কিশোর লিয়ন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।