ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পারস্পরিক ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
পারস্পরিক ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন,  বাংলাদেশ পারস্পরিক ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়।  দুই দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের পরামর্শ (এফওসি) সভা  ১০ ডিসেম্বরের পরিবর্তে একদিন আগে হতে পারে।

বুধবার (৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, এটা খুব স্পষ্ট যে আমরা ভালো সম্পর্ক চাই কিন্তু সেটা পারস্পরিক হওয়া উচিত। সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।  

সূত্র জানায়, ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আলোচনার জন্য বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।  

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটিই হবে ভারত সরকারের সিনিয়র কোনো কর্মকর্তার প্রথম ঢাকা সফর।  

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আগামী ৯-১০  ডিসেম্বর অনুষ্ঠেয় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা,  ডিসেম্বর ৪,   ২০২৪
টি আর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।