ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালপুরে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনায় দায়ীদের বিচার দাবি, সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
লালপুরে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনায় দায়ীদের বিচার দাবি, সড়ক অবরোধ

নাটোর: নাটোরের লালপুরে সম্পা খাতুন (২৪) নামে এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনায় দায়ীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে লালপুর থানার গেটের সামনে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা।

এতে মহাসড়কে দীর্ঘ এক ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়।  

গৃহবধূ সম্পা উপজেলার বাকনা পালপাড়া গ্রামের সোনারুল ইসলাম কালুর মেয়ে।

বিক্ষোভকারীরা জানায়, গত রোববার (০১ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে স্বামী সুমনের বাড়ি থেকে সম্পার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার দাবি জানিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে সম্পার স্বজন ও এলাকাবাসী। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে থানা চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ করেন তারা। পরে থানা থেকে বের হয়ে গেটের সামনের সড়কে বসে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এসময় পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুর জন্য দায়ীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।

সম্পার মা রোজিনা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি। মেয়ের শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার দিন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।