ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

উন্মোচিত হলো বিসিএলের ট্রফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
উন্মোচিত হলো বিসিএলের ট্রফি বিসিএলের ট্রফি হাতে মুমিনুল ও শান্ত/ছবি: শোয়েব মিথুন

শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের মৌসুমের খেলা। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে উন্মোচন করা হলো বিসিএলের ট্রফি।

ট্রফি উন্মোচন করেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের অধিনায়ক মুমিনুল হক ও ওয়ালটন সেন্ট্রাল জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুরে এই দু’দলের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিসিএল।

ইস্ট জোন বনাম সেন্ট্রাল জোনের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিসিএলের আসর। চারটি দল সিঙ্গেল লিগ পদ্ধতিতে এবারের বিসিএলে অংশ নেবে। তাই ম্যাচ সংখ্যাও কমে গেছে।

আগামী ০৭ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ড ও ১৪ ফেব্রুয়ারি তৃতীয় রাউন্ড শেষে আগামী ২১ ফেব্রুয়ারি সিলেটে হবে বিসিএলের ফাইনাল ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।