ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব

সমৃদ্ধ ক্যারিয়ারে সাকিব আল হাসানের অর্জনের তালিকাটা বেশ বড়। বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা পেয়েছেন বহুবার।

গড়েছেন অসংখ্য রেকর্ড। কিন্তু বেশ কয়েকবার বিতর্কও সঙ্গী হয়েছে তার। তবে তার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগটি একেবারেই অপ্রত্যাশিত ছিল।  

সেই অভিযোগ থেকে মুক্ত হতে ইংল্যান্ডের বার্মিংহামের অদূরের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। পরীক্ষায় চার ওভার বোলিং করেছেন সাকিব। এর মধ্যে তিন ওভার জোরে এবং এক ওভার কম গতিতে বোলিং করেন তিনি। সাকিব আশাবাদী, এই পরীক্ষায় সফলভাবে পাস করবেন।

সাকিবের বিরুদ্ধে অভিযোগটি গত সেপ্টেবরের। সারের হয়ে কাউন্টি ক্রিকেটে শুধুমাত্র একটি ম্যাচ খেলেন সাকিব। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচটিতে দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নেন সাকিব। এর প্রায় দুই মাস জানা যায়, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচের দুই আম্পায়ার।  

বোলিং অ্যাকশন ঠিকমতো পর্যালোচনার জন্য তাকে পরীক্ষা দিতে বলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে তখন তাকে নিষিদ্ধ করা হয়নি। এরপর আবুধাবি টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি। সেখান থেকে সোজা ইংল্যান্ডে গিয়ে পরীক্ষা দিলেন তিনি। আগামী ৭ দিনের মধ্যে ফল পেয়ে যাবেন সাকিব।
 
১৮ বছরের ক্যারিয়ারে এই প্রথম সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তোলা হয়েছে। সবমিলিয়েই বর্তমানে বেশ ঝামেলার মধ্যেই আছেন তিনি। দেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেও নিরাপত্তা ইস্যুর কারণে তা হয়ে ওঠেনি। মানসিকভাবে বাজে সময় পার করায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেননি। এরপর চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজেও তাকে দলে রাখা হয়নি।

সরকারের পটপরিবর্তনের পর আর দেশে ফেরা হয়নি সাকিবের। বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যও ছিলেন তিনি। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নীরব অবস্থানে ক্ষুব্ধ হন অনেকেই। পরে হত্যা মামলাও হয় এই অলরাউন্ডারের নামে। এছাড়া শেয়ারবাজার নয়ছয়ে জড়িত থাকার অভিযোগে তাকে শাস্তিও পেয়েছেন তিনি। তার ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।