আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের নাহিদা আক্তার। তার পুরস্কারও পেয়েছেন তিনি।
আজ প্রকাশিত আইসিসির র্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছেন নাহিদা। যেটি বাংলাদেশের এক তার ব্যক্তিগত ক্যারিয়ার সেরা র্যাংকিং। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ উইকেট নেন তিনি। পরের দুটি ম্যাচে পান আরও ৩ উইকেট। সিরিজজয়ে বড় অবদান রাখায় উন্নতি হয়েছে তার।
সিরিজের সর্বোচ্চ ৭ উইকেট পেয়েছেন সুলতানা খাতুন। ২৩ ধাপ এগিয়েছেন তিনি। উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৩১তম স্থানে। উন্নতি হয়েছে রাবেয়া আক্তারেরও। ৬ ধাপ এগিয়ে তার অবস্থান ৪০ নম্বরে। এছাড়া ১০ ধাপ এগিয়ে ৫৭তম স্থানে এবং ১৩ ধাপ এগিয়ে ৭৩তম স্থানে উঠে এসেছেন ফাহিমা খাতুন ও মারুফা আক্তার।
আয়ারল্যান্ড সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ফারজানা হক। তিন ম্যাচেই ফিফটি করা এই ব্যাটার ৬ ধাপ এগিয়ে আছেন ১৬ নম্বরে। ১১ ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন নিগার সুলতানা জ্যোতি। এছাড়া লম্বা সময় পর ওয়ানডেতে ফিরে দারুণ ব্যাটিং করেন শারমিন আক্তার। তিন ম্যাচে যথাক্রমে ৯৩, ৪৩ ও ৭২ রান করে ৪৩তম স্থানে থেকে র্যাংকিংয়ে ফিরেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
আরইউ