ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

যেমন গেল ফরহাদ রেজার টি-টেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
যেমন গেল ফরহাদ রেজার টি-টেন ছবি: সংগৃহীত

টি-টেন ক্রিকেট লিগের তৃতীয় সংস্করণে প্রথমবারের মতো অংশ নেয় বাংলা টাইগার্স। তৃতীয় হয়ে এবারের টুর্নামেন্ট শেষ করেছে দলটি। তৃতীয় নির্ধারণী ম্যাচটি ছাড়া আরও একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ থেকে খেলতে যাওয়া একমাত্র প্রতিনিধি ফরহাদ রেজা।

বাংলাদেশি মালিকানাধীন দলটির অবাক করা বিষয় হলো দলের নাম বাংলা টাইগার্সও হলেও দলে বাংলাদেশি খেলোয়াড় মাত্র একজন। কিন্তু সেই একজন তথা ফরহাদ রেজাকেও প্রথম পাঁচ ম্যাচের একাদশে রাখা হয়নি।

দলের যখন বিদায়ঘণ্টা বেজেছে তখন শেষ দুই ম্যাচে খেলানো হয় রেজাকে।

ফরহাদ রেজা দুই ম্যাচের কোনোটিতে ব্যাট হাতে নামার সুযোগ পাননি। শেষটিতে দলের জয় দেখেছেন, আগেরটিতে দলের হার দেখেছেন।

আবুধাবিতে গত ২৩ নভেম্বর গ্লাডিয়েটর্সের বিপক্ষে বল হাতে ফরহাদ রেজা ১ ওভারে ১১ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বল হাতে ২ ওভারে ২৩ রান খরচায় কোনো উইকেট পাননি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।