ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিমের পর বিদায় মুশফিকের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
তামিমের পর বিদায় মুশফিকের আউট হয়ে ফিরছেন মুশফিক-ছবি: শোয়েব মিথুন/-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দলীয় ১৩২ রানে উইন্ডিজ পেসার ওশানে থমাসের বলে উইন্ডিজ উইকেটরক্ষক শাই হোপের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নিলেন টানা দুই ম্যাচে ফিফটি তুলে নেওয়া মুশফিকুর রহিম। আউট হওয়ার আগে ৮০ বল খেলে ৫ চারে ৬২ রানের ইনিংস খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ২৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর ১৩৬।

এর আগে রানের চাকা সচল রেখে মুশফিকুর রহিমের সঙ্গে শতরানের জুটি গড়েন তামিম ইকবাল। পরে তিনি নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম হাফসেঞ্চুরির দেখা পান।

তবে ৬৩ বলে ৪টি চার ও একটি ছক্কায় বরাবর ৫০ রানে তিনি দেবেন্দ্র বিশুর বলে বিদায় নেন।

ম্যাচের শুরুতে ওপেনিং ব্যাটিংয়ে নামা লিটন দাশ দলীয় দ্বিতীয় ওভারে ওশানে থমাসের তৃতীয় বলে গোড়ালিতে গুরুতর চোট পান। পরে সেরে উঠতে না পারায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। কিন্তু তৃতীয় উইকেটে নামা ইমরুল টিকতে পারলেন না। থমাসের পরের ওভারে ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন তিনি।

এ ম্যাচ জিততে পারলেই তিন ম্যাচে ২-০ সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) শেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ১টায়।

এদিকে চলতি বছরে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি মাশরাফিদের সামনে। দ্বিতীয় ম্যাচটি নিজেদের করে নিতে পারলেই দারুণ গন্তব্যটি ছুঁয়ে ফেলবে লাল-সবুজের অপ্রতিরোধ্য দলটি।

স্টিভস রোডসের শিষ্যরা বছরের প্রথম সিরিজে জয়ের সুবাস গায়ে মেখেছিলো গেল জুলাইয়ে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারের গ্লানি উপহার দিয়েছিলো। দ্বিতীয় জয়টি ধরা দিয়েছে গেল অক্টোবরে, ঘরের মাঠে। যেখানে সফরকারী জিম্বাবুয়ে উড়ে গেছে ৩-০ ব্যবধানে।

টানা তৃতীয় সিরিজ জয়ের পথে টাইগারদের সামনে ওয়েস্ট ইন্ডিজ। যাদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের দাপুটে সেই যাত্রায় একধাপ এগিয়ে গেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হ্যাটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, কেমো পল, কেমার রোচ, দেবেন্দ্র বিশু, ওশানে থমাস।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।