ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বোলিংয়ে নিষিদ্ধ লঙ্কান স্পিনার আকিলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
বোলিংয়ে নিষিদ্ধ লঙ্কান স্পিনার আকিলা বোলিংয়ে নিষিদ্ধ লঙ্কান স্পিনার আকিলা-ছবি: সংগৃহীত

অবৈধ বোলিং অ্যাকশন প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কান স্পিনার আকিলা ধনাঞ্জয়া। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে নিরপেক্ষ পরীক্ষাগারে তার অ্যাকশন অবৈধ ঘোষণা করে। তবে লঙ্কান ঘরোয়া ক্রিকেটে তিনি বোর্ডের অনুমতি সাপেক্ষে খেলতে পারবেন।

আকিলার নিষিদ্ধ হওয়া শ্রীলঙ্কার জন্য দুঃসংবাদ বয়ে আনলো। কেননা আগামী বছরই বিশ্বকাপে খেলবে দলটি।

যেখানে সব ফরম্যাটের ক্রিকেটে অভিষেক হওয়ার পর দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন তিনি।

গত মাসে ঘরের মাঠ গলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন আকিলার বল প্রশ্নবিদ্ধ করেন আম্পায়াররা। তার অফব্রেক বল আইসিসির নিয়মের বাইরে ১৫ ডিগ্রি কনুইর বেশি ভাঙা হয়।

ক্রিকেটে ফিরতে হলে আকিলাকে বোলিং শুধরে আবারও পরীক্ষা দিয়ে আসতে হবে। ২৫ বছর বয়সী এই ডানহাতি ওয়ানডেতে ২৩ গড়ে ২৮টি ও টেস্টে ২৪.২৫ গড়ে ২৭টি উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।