ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রামে মুমিনুলের চার সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
চট্টগ্রামে মুমিনুলের চার সেঞ্চুরি ছবি: সোহেল সরওয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তিন বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল হক। প্রিয় ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই তিন অঙ্ক স্পর্শ করেছেন বাংলাদেশের ক্রিকেটের ‘লিটল মাস্টার’।

সাদা পোশাকে এটি মুমিনুলের পঞ্চম সেঞ্চুরি। ওয়ানডে মেজাজে সাবলীল ব্যাটিংয়ে ৯৬ বলে শতক উদযাপন করেন ২৬ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটিং জিনিয়াস।

তাতে ছিল ১৩টি চারের মার। সীমিত ওভারে মুমিনুলের কোনো সেঞ্চুরি নেই। সবকটিই টেস্টে। যার চারটিই এসেছে চট্টগ্রামের উইকেটে। অন্যটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে মুমিনুলের ব্যাট থেকে সবশেষ সেঞ্চুরি দেখা গেছে ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচটির দ্বিতীয় ইনিংসে চোখ ধাঁধানো ব্যাটিং ণৈপুণ্যে ১৩১ রানে অপরাজিত ছিলেন।

টেস্ট ক্রিকেটে মুমিনুলের সামনে দুই হাজারি রানের ক্লাবে প্রবেশের হাতছানি! এটি তার ২৬তম টেস্ট। ক্যারিয়ার সেরা ইনিংস ১৮১। এ ম্যাচে ব্যাটিংয়ে নামার আগে মাইলফলক থেকে ১৬০ রান দূরে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।