ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিমের পর মুমিনুলের ফিফটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
তামিমের পর মুমিনুলের ফিফটি ছবি: সোহেল সরওয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভালো শুরু পেয়েছে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে দ্বিতীয় সেশনের খেলা। তামিম ইকবালের পর অর্ধশতক পূরণ করেছেন মুমিনুল হক।

মুমিনুলের এটি ১৩তম টেস্ট ফিফটি। এ রিপোর্ট লেখা অবধি দলীয় সংগ্রহ ৩৬ ওভার শেষে দুই উইকেটে ১৬৩।

মুমিনুল ৫৮ ও মুশফিক ১০ রানে ব্যাট করছেন।

প্রথম সেশন শেষে স্কোর দাঁড়ায় ২৭.৪ ওভারে দুই উইকেটে ১২০। ইমরুল কায়েসের (৪০) বিদায়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দু’দল। লক্ষণ সান্দাকানের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন ইমরুল। রিভিউ নিলেই বেঁচে যেতেন। রিপ্লেতে দেখা যায় বাউন্সি বল স্ট্যাম্প মিস করেছে। মুমিনুলের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৪৮। তার আগে তামিম ইকবালের সঙ্গে ৭২ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন।

ওয়ানডে মেজাজে ২৫তম টেস্ট ফিফটি তুলে নেন তামিম। অর্ধশতক হাঁকিয়ে বেশিদূর এগোতে পারেননি। ব্যক্তিগত ৫২ রানে (৫৩ বল) অফস্পিনার দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন।

দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে ফিরলেও একাদশে সুযোগ পাননি অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। সাদা পোশাকে অভিষিক্ত হয়েছেন তিনটি ওয়ানডে খেলা সানজামুল ইসলাম।

অধিনায়কত্ব ফিরে পেয়ে প্রথম টেস্টেই খেলতে পারছেন না সাকিব আল হাসান। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে লঙ্কানদের বিপক্ষেই ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে ছিটকে যান বিশ্বসেরা অলরাউন্ডার। তার অনুপস্থিতিতে টেস্টে টাইগারদের দশম অধিনায়ক হিসেবে নেতৃত্বের অভিষেক হলো ডেপুটি মাহমুদউল্লাহর।

প্রায় চার বছর পর অনেকটা হঠাৎ করেই ডাক পান প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক ৩৫ বছর বয়সী রাজ্জাক। সাকিব না থাকায় একাদশে থাকারও জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হলো। আগামী ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু। এই ম্যাচে সাকিবকে পাওয়ার প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রোশেন সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাখ, ‍সুরাঙ্গা লাকমল, লক্ষণ সান্দাকান, লাহিরু কুমারা।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।