ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মুখোমুখি ঢাকা-রংপুর, কুমিল্লা-রাজশাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
মুখোমুখি ঢাকা-রংপুর, কুমিল্লা-রাজশাহী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

বিপিএলের এবারের আসরে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। অপর ম্যাচে রাজশাহী কিংসের সামনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। পয়েন্ট টেবিলে একমাত্র সাকিবের ঢাকা শীর্ষে থেকে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।

ঢাকা: বিপিএলের এবারের আসরে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। অপর ম্যাচে রাজশাহী কিংসের সামনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

পয়েন্ট টেবিলে একমাত্র সাকিবের ঢাকা শীর্ষে থেকে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় ঢাকা-রংপুর ও সন্ধ্যা পৌনে ৬টায় কুমিল্লা-রাজশাহী ম্যাচটি শুরু হবে।

গত ১২ নভেম্বর টুর্নামেন্টের প্রথম দেখায় সৌম্য-নাঈম-আফ্রিদির রংপুরকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছিল ঢাকা। আর চট্টগ্রামে ১৯ নভেম্বরের ম্যাচে স্যামি-সাব্বিরের রাজশাহীকে ৩২ রানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা।

তিনদিন আগে নিজেদের সবশেষ ম্যাচে বরিশাল বুলসকে চার উইকেটে হারায় ঢাকা। অন্যদিকে, গতকাল (২৯ নভেম্বর) বরিশালকেই আট উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নেয় কুমিল্লা। এ নিয়ে টানা ছয় ম্যাচ হারের লজ্জায় ডোবে মুশফিকুর রহিমের দল।

জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করেই যেন ছন্দ হারায় রংপুর। ঢাকায় ফিরে তারা টানা তিন ম্যাচ হারের ঘোরে। সবশেষ দু’দিন আগের ম্যাচটিতে রাজশাহী কিংসের ১২৮ রানের জবাবে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় তারা। রংপুরের হতাশার বিপরীতে টানা চার ম্যাচ জিতে নেয় রাজশাহী।

সাত দলের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ঢাকার সংগ্রহ ৯ ম্যাচে ছয় জয় ও তিন হারে ১২। সমান ম্যাচ শেষে সমান ১০ পয়েন্টে যথাক্রমে চতুর্থ স্থানে রাজশাহী ও পাঁচ নম্বরে রংপুর। তলানিতে কুমিল্লা। ছয় পয়েন্টে ছয়ে এক ম্যাচ বেশি খেলা বরিশাল। ঢাকার সমান পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় যথাক্রমে দুইয়ে তামিমের চিটাগং ভাইকিংস ও তিনে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।