ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

১৬ উইকেটের দিনশেষে মুলতানে রোমাঞ্চের আভাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
১৬ উইকেটের দিনশেষে মুলতানে রোমাঞ্চের আভাস

উইকেট বলা যায় অষ্টম দিনের মতো আচরণ করছে। যদিও আজ কেবল তৃতীয় দিনের খেলাই শেষ হয়েছে মুলতানে।

তবে বলের টার্ন দেখে তা বোঝার উপায় নেই। স্পিনারদের দাপটে আজ একদিনেই উইকেট পড়ল ১৬টি। দিল রোমাঞ্চের আভাস।

তৃতীয় দিন শেষে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৮ উইকেট, আর ইংল্যান্ডের দরকার ২৬১ রান।  

এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৩৯ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। বেশিক্ষণ টিকতে না পেরে গুটিয়ে যায় ২৯১ রানেই। পাকিস্তানের হয়ে সাজিদ খান একাই নেন ৭ উইকেট। বাকি ৩ উইকেট নেন নোমান আলী।  


তবে ৭৫ রানের লিড নিয়ে পাকিস্তানও দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি। ৪৩ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। পাকিস্তানের তিন ব্যাটারকেই আউট করেন অফস্পিনার শোয়েব বশির। পরে তার সঙ্গে যোগ দেন আরেক স্পিনার জ্যাক লিচ। দুজনের স্পিন মায়াজালে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ২২১ রানে আউট হন স্বাগতিকরা।

সাতে নেমে আগা সালমান ৬৩ রানের ইনিংস খেলার কারণে এতোদূর এগিয়েছে। । এক প্রান্ত আগলে রেখে তার ফিফটিতেই পরে ইংল্যান্ডকে ২৯৭ রানের লক্ষ্যে দেয় পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসের সেরা বোলার বশির। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার লিচ নিয়েছেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে দিনশেষে ২ উইকেটে ৩৬ রান করেছে ইংল্যান্ড। ওলি পোপ ২১ ও জো রুট ১২ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।