ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি: তানজিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মে ৩০, ২০২৪
আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি: তানজিম

ক্যারিয়ারের শুরুতেই বড় একটা সাফল্য ধরা দিয়েছিল তানজিম হাসান সাকিবের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

বড়দের বিশ্বকাপে অবশ্য এবারই প্রথম যাচ্ছেন তানজিম। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াডে আছেন তিনি।  

বিশ্বকাপের আগে খুব একটা ভালো অবস্থায় নেই বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে তারা। এ অবস্থাতেও বাড়তি আত্মবিশ্বাস আছে তানজিমের। বিশ্বকাপের মঞ্চে সেরা ক্রিকেট খেলতে পারলে যেকোনো দলকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ, এমনটাই বলছেন এই পেসার।

তিনি বলেন, ‘এটা শুরু থেকেই ছিল। আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি, তখন থেকে আমার লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলব। কখনো আমার আত্মবিশ্বাস কম ছিল না, আন্তর্জাতিক ক্রিকেটে পারব না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমার লক্ষ্যই এই পর্যায়ে আধিপত্য দেখানো। প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো। ’

‘আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমাদের দল মানসিকভাবে দৃঢ় আছে, বন্ডিংও খুবই শক্তিশালী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না ইনশাআল্লাহ। আমরা যেকোনো দলকে হারানোর দক্ষতা রাখি। ’

যুব বিশ্বকাপে তানজিমের সতীর্থ ছিলেন তাওহীদ হৃদয়। এখন তিনি জাতীয় দলের নিয়মিত মুখ। হৃদয়ের ব্যাটিং সবচেয়ে বেশি পছন্দ তানজিমের। বিসিবির প্রকাশিত ভিডিওতে এই পেসার জানিয়েছেন, নেটেও হৃদয়ের সঙ্গে লড়াই উপভোগ করেন তিনি।  

তানজিম বলেন, ‘তাওহীদ হৃদয় আমার ফেভারিট ব্যাটসম্যান। আমি সব সময় তার ব্যাটিং এনজয় করি। তার হিটিং আমার খুব ভালো লাগে। নেটে আমি যখন তাকে বল করি আমার ভালো লাগে কারণ, তার এবং আমার মধ্যে চ্যালেঞ্জিং ভাব কাজ করে। আমি বলি ছয় মারেন ছয় মারেন। সেও চ্যালেঞ্জ নেয়। ’

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মে ৩০, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।