ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

খারাপ সময়ে সমর্থকদের পাশে চান শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মে ২৯, ২০২৪
খারাপ সময়ে সমর্থকদের পাশে চান শান্ত

বাংলাদেশ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে খুব বেশি প্রত্যাশা ছাড়াই। গত কয়েক মাসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়াও ছিল এমন।

তবে বিশ্বকাপের আগে একটি ধাক্কাই খেয়েছে টাইগাররা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হেরে গেছে তারা।  

বিশ্বকাপের সহ-আয়োজকদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ বেড়ে গেছে আরও। মূল আসর শুরুর আগে অধিনায়ক শান্তর একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওখানে তার চাওয়া, বিশ্বকাপের খারাপ সময়ে যেন সমর্থন করেন সমর্থকরা।  

তিনি বলেন, ‘দেশের বাইরে যখন ভক্ত-সমর্থকেরা সমর্থন দেন, এটা তো একটা রোমাঞ্চকর ব্যাপার। বাড়তি অনুপ্রেরণা এটা। আমাদের দেশের প্রত্যেক মানুষ যেভাবে ক্রিকেট অনুসরণ করেন, ক্রিকেটের পাশে থাকেন, অবশ্যই দলকে অনুপ্রাণিত করে। বাড়তি চাওয়া বলতে বিশ্বকাপের সময় এতটুকু চাইব যে, আল্লাহ না করুক, কোনো বাজে অবস্থায় যদি পড়ি, সে সময় (সমর্থকরা) যেন দলের পাশে থাকেন। দলকে সমর্থন দেন। ’

শান্ত নেতৃত্ব পেয়েছেন কয়েক মাস হলো। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন অধিনায়ক হিসেবে। গত বছর অবশ্য সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দুটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন বিশ্বকাপে। সবমিলিয়ে শান্তও আছেন বেশ রোমাঞ্চকর অবস্থায়।  
 
তিনি বলেন, ‘আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারেরই এমন স্বপ্ন থাকে যে প্রথমে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। তারপর যদি আবার বিশ্বকাপের মতো একটা আসরে এ ধরনের সুযোগ আসে, তাহলে তো ওই ক্রিকেটারের জন্য গর্বের বিষয়। অনেক রোমাঞ্চকর একটা মুহূর্ত আমার কাছে মনে হয়। পাশাপাশি আমার কাছে মনে হয় এই সময়টাকে উপভোগ করতে চাই। ’

‘দলের হয়ে প্রত্যেকদিন অবদান রাখতে চাই, যে দায়িত্বটা আছে সেটা ঠিকভাবে পালন করতে চাই, এটাই টার্গেট। অধিনায়ক হওয়া নিয়ে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে এভাবেও চিন্তা করতে চাই না। প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে চাই। প্রত্যেকদিন দলকে যেন কিছু একটা দিতে পারি এটাই মূল লক্ষ্য থাকবে আর কী। ’

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।