ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
টস জিতে ফিল্ডিংয়ে সিলেট

হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠেও জয় পাচ্ছে না।

প্রথম জয়ের খোঁজে আজ ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।

আগের ম্যাচের একাদশ থেকে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে সিলেট। অন্যদিকে বরিশালও খুব একটা ভালো অবস্থায় নেই। জয় দিয়ে আসর শুরুর পর টানা তিন ম্যাচে হেরেছে তামিম ইকবালের দল। টানা হারের ফলে ঘুরে দাঁড়াতে একাদশে জোড়া পরিবর্তন এনেছে তারা।

সিলেট একাদশ:  নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), শামসুর রহমান, জাকির হাসান, রায়ান বার্ল, আরিফুল হক, সামিত প্যাটেল, বেনি হাওয়েল, নাঈম হাসান, রিচার্ড এনগারাভা, রেজাউর রহমান রাজা।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, প্রীতম কুমার, দুনিথ ওয়েলালাগে, আকিফ জাভেদ, খালেদ আহমেদ, মোহাম্মদ ইমরান।  

বাংলাদেশ সময়
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।