ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্টাফ কোয়ার্টারে আনসার কর্মকর্তার আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
স্টাফ কোয়ার্টারে আনসার কর্মকর্তার আত্মহত্যা

ঢাকা: রাজধানীর লালবাগ পলাশী সরকারি স্টাফ কোয়ার্টারে রুমানা ইয়াসমিন (৩০) নামে এক আনসার কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

৩৭তম বিসিএসের রুমানা ইয়াসমিন আনসার বাহিনীর সহকারী পরিচালক ছিলেন।

তিনি বগুড়ার কাহালু উপজেলার লোহাজল গ্রামের নুরনবীর মেয়ে। অবিবাহিত ছিলেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালবাগ পলাশী সরকারি স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, রুমানা গাজিপুর শফিপুরে আনসারের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে ট্রেনিংয়ের জন্য ঢাকায় আসেন।

তিনি আরও জানান, রাতে স্বজনরা রুমানাকে ফোনে না পেয়ে তার এক সহকর্মীকে ফোনে জানায়। এরপর বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার আত্মহত্যার কারণ জানার চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।