ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
মাগুরায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু প্রতীকী ছবি

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় স্বামীর লাঠির আঘাতে মনিরা খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে স্বামী জিয়া মুন্সীসহ (২৫) বাড়ির  সবাই পলাতক বলে জানা গেছে।

 

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুখালি ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
বাবিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) ফরহাদ ও কয়েকজন প্রতিবেশী জানান, রায়পুর গ্রামের হারুন মুন্সীর ছেলে কৃষি শ্রমিক জিয়া মুন্সীর সঙ্গে চার মাস আগে পার্শ্ববর্তী দাতিয়াদহ গ্রামের আরিফ মোল্যার মেয়ে মনিরার বিয়ে হয়।

বিয়ের পর থেকে নানা বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি লেগেই থাকতো। শুক্রবার সন্ধ্যায় ফের তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জিয়া ক্ষিপ্ত হয়ে চেরাই কাঠ দিয়ে মনিরার মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

মনিরার বাবা আরিফ মোল্যা বলেন, তার মেয়েকে বিয়ের পর থেকে মারধোর করত জিয়া। সকালেও সে ফোন করে বাড়ি নিয়ে যেতে বলেছিল।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।