ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ৮৮ বোতল ফেনসিডিলসহ আটক ১ 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
ঈশ্বরদীতে ৮৮ বোতল ফেনসিডিলসহ আটক ১  প্রতীকী

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীতে জংশন স্টেশন থেকে ৮৮ বোতল ফেনসিডিলসহ আব্দুল আহাদ (১৮) নামে একজনকে আটক করেছেন পুলিশ।  

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে স্টেশনটির ৩ নম্বর প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়।

 

আহাদ ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চর-গড়গড়ি গ্রামের হারেজ মালের ছেলে।  

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমজাদ আলী চৌধুরী বাংলানিউজকে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের গোবরাগামী একটি ট্রেনে যাত্রী হিসেবে ঈশ্বরদী জংশন স্টেশনে নামেন আহাদ। এ সময় তার গতিবিধি দেখে সন্দেহ হলে তাকে ও তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৮৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) গোপাল কুমার বাংলানিউজকে জানান, আটক মাদকবিক্রেতার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার (২৬ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।