ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত

যশোর: যশোরে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ নয়ন (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার ছেলে জাফর (২০) গুরুতর আহত হন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে যশোর-মাগুরা মহাসড়কের হুদারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নয়ন (৫৩) যশোর সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গুরুতর আহত হয়ন নিহতের ছেলে জাফর (২০)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুরে যশোর সদরের হুদারমোড় এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নয়ন (৫৩) ও তার ছেলে জাফর (২০) গুরুতর আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। আহত জাফরকে ঢাকায় পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
ইউজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।