ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মা-বাবার সঙ্গে অভিমান করে মেয়ের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
মা-বাবার সঙ্গে অভিমান করে মেয়ের আত্মহত্যা

যশোর: যশোরের মণিরামপুরে মা-বাবার সঙ্গে অভিমান করে পূজা দাস (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার লেবুগাতী গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

পূজা দাস উপজেলার লেবুগাতী গ্রামের প্রদীপ দাসের মেয়ে, সম্প্রতি সে উপজেলার কালারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নিয়েছিলো।

তার মা তৃপ্তি রানী রায় লেবুগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মণিরামপুরের কাশিমনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল আহাদ বাংলানিউজকে বলেন, নবম শ্রেণিতে পূজার রোল ছিলো ৭, কিন্তু বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) পূজার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে তার রোল ৯ হয়। পরে বাড়ি ফিরলে তার বাবা একটু অখুশি হয়ে আরও ভালোভাবে পড়াশোনার উপদেশ দেন। এরপরে সন্ধ্যায় সবার অগোচরে দো-তলা বাড়ির সিঁড়ি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পূজা।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।