ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
লক্ষ্মীপুরে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার থেকে নুর আলম (৩২) নামে এক প্রবাসীকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে সন্ত্রাসীরা।

শনিবার (২ জানুয়ারি) বিকেলে অপহৃত প্রবাসীর ছোট ভাই শাহ আলম চন্দ্রগঞ্জ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।



তারা নুর আলমকে উদ্ধারে পুলিশ ও র‌্যাবের হস্তক্ষেপ চেয়েছেন।

অপহৃত নুর আলম চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের মো. রফিক উল্যার ছেলে।

ভূক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হয়ে নুর আলম চন্দ্রগঞ্জ বাজারে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

শনিবার সকালে তার মোবাইল ফোন থেকে বলা হয়, নুর আলম বিপদে পড়েছে, তাকে বাঁচাতে ২০ হাজার টাকা দিতে হবে। পরে পরিবারের সদস্যরা বিকাশ করে ২০ হাজার টাকা পাঠান। এরপর মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বাংলানিউজকে বলেন, নুর আলমকে উদ্ধারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।