ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকায় পুলিশ হত্যা: রাজবাড়ী জেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
ঢাকায় পুলিশ হত্যা: রাজবাড়ী জেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার  আরিফুল ইসলাম রোমান

রাজবাড়ী: ঢাকায় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।  

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশি ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে বিএনপির নেতা-কর্মীরা এক পুলিশ সদস্যকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হয়। ওই মামলার এজাহার নামীয় ৭৮ নম্বর আসামি রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। তাকে পল্টন থানায় হস্তান্তর করা হবে।

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজবাড়ী থেকে ঢাকার একটি মিথ্যা মামলায় র‍্যাব গ্রেপ্তার করে। জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।