ঢাকা: আমরা যে শ্বেতপত্র প্রকাশ করেছি এখানে ব্যক্তির দোষ খোঁজা নয় আমরা একটা প্রক্রিয়াকে তুলে ধরেছি। আমাদের কাজ চোর ধরা না, আমরা চোরের বর্ণনা দিয়েছি বলে উল্লেখ করেছেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সোমবার (০২ ডিসেম্বর) আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র-এর চূড়ান্ত খসড়া নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই শ্বেতপত্রটি গবেষণা পদ্ধতির বাইরে গিয়ে আমরা করেছি। এই দলিল করতে গিয়ে যেই তথ্য উপাত্ত প্রাসঙ্গিক হিসেবে পাওয়া যায় সেগুলো ব্যবহার করা হয়েছে। দেশি বিদেশিদের সঙ্গে আলোচনাও আমরা করেছি। এই গ্রন্থসত্ত্ব আমাদের কাছে নয়, এটা সরকারের কাছে থাকবে।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এসএএইচ