গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় প্রাইভেটকারচাপায় রাহিমা খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, সকালে হেঁটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন রাহিমা। এ সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি সকালে এক আত্মীয়ের বাসা থেকে চাকরির খোঁজে বের হয়েছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
আরএস/আরবি