ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বহন ও সেবনের অপরাধে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালান হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকা মাদক বিরোধী অভিযানে ২২ জনকে গ্রেপ্তার হয়েছে। এ সময় সময় তাদের কাছ থেকে এক কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ২.৫ লিটার দেশি মদ ও ৩৫ লিটার দেশি মদের কাঁচামাল উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে ১০টি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
এমএমআই/জেএইচ