নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পাওনা টাকা চাওয়ায় গোগনগরের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলম জাহেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
সোমবার (২ ডিসেম্বর) সকালে শহরের চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
এ সময় নিহত জাহাঙ্গীরের ছেলে সাকিব বলেন, আমার বাবাকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। আমার বাবা নিরপরাধ। তাকে দুই নং রেলগেটের ফজর আলী টাওয়ারে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আসামিরা আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের কাছে আবেদন মো. সোহেল, আবু তাহের, মোঃ মনির, মো. ফয়সাল, মো. আমিরকে ধরে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।
মানববন্ধনে জাহাঙ্গীরের ভাই শিপলু হাসান বলেন, গত ১৩ নভেম্বর আমার ভাইকে বাসা থেকে ডেকে এনে দ্বীন ইসলাম ও ফজর আলীর অফিসে পরিকল্পিতভাবে হত্যা করে। আমার ভাই সুস্থ ছিল। তাকে টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তাকে মারধর করে। আমার ভাই তাদের থেকে প্রায় ৫০ লাখ টাকার মতো পেত। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে দেখি তিনি গুরুতর অসুস্থ। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আমি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি।
গত ১৩ নভেম্বর পাওনা টাকা দেওয়ার কথা বলে জাহাঙ্গীরকে ফজর আলী টাওয়ারে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে আটকে মারধর করে আসামিরা। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাহাঙ্গীর।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
এমআরপি/জেএইচ