ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৩ সন্তানের জন্ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, মে ৮, ২০২৩
নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৩ সন্তানের জন্ম

হবিগঞ্জ: হবিগঞ্জে নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ার ঘটনা ঘটেছে। তিনটি নবজাতকই ছেলে।

রোববার (৭ মে) দিবাগত রাতে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক ডেলিভারিতে এই ঘটনা ঘটে।  

তিন সন্তানের মা হওয়া প্রসূতির নাম রাহেলা আক্তার। জেলার বাহুবল উপজেলার করিমপুর গ্রামের মো. আরশ আলীর স্ত্রী তিনি।

স্বাভাবিক প্রসব প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন পইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরজাহান বেগম।

জানা গেছে, আগে রাহেলা আক্তারের আরও তিনজন কন্যা সন্তান রয়েছে। এটি তার চতুর্থ স্বাভাবিক ডেলিভারি।

পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরজাহান বেগম বলেন, গতকাল সন্ধ্যায় রাহেলা আক্তার প্রসব ব্যাথা নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি হন। রাত ১০টার দিকে স্বাভাবিকভাবে প্রথম একটি ছেলেসন্তানের জন্ম দেন রাহেলা। এর কয়েক মিনিটের ব্যবধানে একে একে আরও দুটি সন্তান প্রসব হয় তার। বাকি দুই নবজাতকও ছেলে।

তিনি আরও বলেন, দুই নবজাতকের ওজন আড়াই কেজি করে ও আরেকটির ওজন দুই কেজি। তুলনামূলক কম ওজনের নবজাতককে মায়ের ত্বকের সঙ্গে সংযুক্ত করে কেঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সেবা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।