ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ২৪ ঘণ্টায় ৪৩ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
গাজীপুরে ২৪ ঘণ্টায় ৪৩ জন গ্রেফতার প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-মিডিয়া) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেট্রোপলিটনের বিভিন্ন থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অনেক এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতা, ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত ৪৩ জনকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।