ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা আটক

ঢাকা: রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ৪৭০ ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

সোমবার (৯ জানুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাব্বি চৌধুরী (২৫) ও মুন্না মিয়া (২৭)।

র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর পল্লবী, রূপনগর, মিরপুরসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদকবিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন।

তাদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।