ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আবাহনীর জয় রথ চলছেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
আবাহনীর জয় রথ চলছেই আবাহনীর জয়। ছবি: শোয়েব মিথুন

প্রিমিয়ার লিগে জিতেই চলেছে আবাহনী। রোববার (১৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা পঞ্চম জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

এই ম্যাচ জিতে চলতি লিগ টেবিলের শীর্ষে ফিরেছে আবাহনী। সাত ম্যাচের ছয়টিতে জয় নিয়ে বর্তমানে ১৮ পয়েন্ট তাদের।

১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আছে বসুন্ধরা কিংস। তবে তারা দুই ম্যাচ কম খেলেছে।

আবাহনীর জয়।  ছবি: শোয়েব মিথুন

একাদশ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় আবাহনী। তবে সেটি ছিলো আত্মঘাতী। ওয়ালী ফয়সালের ক্রসে সানডে চিজোবার হেড গোলরক্ষক সুজন চৌধুরী ফেরালেও ব্রাদার্সের ডিফেন্ডার উত্তম বড়ুয়ার পায়ে লেগে বল জালে জড়ায়। ১৮ মিনিটে ফিলস বেলফোর্টের হেডে ব্যবধান দ্বিগুণ হয়।

প্রথমার্ধের শেষের দিকে নিখুঁত শটে স্কোর ৩-০ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবা। ৫৭তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে ব্যবধান আরও বাড়ান বেলফোর্ট।  

আবাহনীর জয়।  ছবি: শোয়েব মিথুন

৮৭তম মিনিটে ভালো সুযোগ পেয়েও ব্যবধান কমাতে পারেনি ব্রাদার্স। ছয় ম্যাচে ব্রাদার্সের এটি টানা চতুর্থ হার। পয়েন্ট মাত্র ৩।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।