ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বায়ার্ন-পিএসজির গোল উৎসব, নকআউটে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
বায়ার্ন-পিএসজির গোল উৎসব, নকআউটে লিভারপুল

চ্যাম্পিয়নস লিগে গোল উৎসব করেছে দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও পিএসজি। একই রাতে নকআউট পর্ব নিশ্চিত করেছে লিভারপুল।

ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে বায়ার্ন। আর অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গের বিপক্ষে ৩–০ গোলের সহজ জয় তুলে নিয়েছে প্যারিসিয়ানরা। জিরোনার বিপক্ষে লিভারপুলের জয় ১-০ গোলে। জয়সূচক একমাত্র গোলটি করেছেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

শাখতারের বিপক্ষে প্রথমে পিছিয়ে ছিল বায়ার্ন। তবে কনরাড লাইমার সমতা ফেরানোর পর শুরু হয় বাভারিয়ানদের গোল উৎসব। প্রথমার্ধেই টমাস মুলারের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ওলিসে। মাঝে এক গোল করেন জামাল মুসিয়ালা।

৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বায়ার্ন। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছে শাখতার।

অন্য ম্যাচে সালজবুর্গের বিপক্ষে ৩০ মিনিটে রামোসের গোলে এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে নুনো মেন্দেস ও দু’র গোলে ৩-০ গোলের জয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।  

এছাড়া একই রাতে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে জার্মান ক্লাব লেভারকুসেন। আর লাইপজিগকে ৩–২ গোলে হারিয়েছে  অ্যাস্টন ভিলা।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।