গত অক্টোবরে প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চোটে পড়েন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। পরে হ্যামস্ট্রিং ধরা পড়লে আর মাঠে ফেরা হয়নি এই ব্রাজিলিয়ানের।
আজ বাংলাদেশ সময় রাত পৌনে বারোটায় জিরোনার মুখোমুখি হবে লিভারপুল। এই ম্যাচের জন্য আলিসনকে স্কোয়াডে রেখেছেন স্লট। তবে শুরুর একাদশে থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তার অনুপুস্থিতিতে দারুণ পারফরম্যান্স করে গেছেন কুইভিন কেলেহার। তাকে প্রশংসায় ভাসালেন লিভারপুল কোচ। শোনালেন আলিসনের ফেরা নিয়ে স্বস্তি পাওয়ার কথাও।
তিনি বলেন, ‘সে ফিট। তাকে ফিরে পাওয়া এবং তার খেলার জন্য প্রস্তুত থাকাটা অবশ্যই দারুণ ব্যাপার। তবে তার বদলি খেলোয়াড় এতদিন যেমন পারফর্ম করেছে, এর চেয়েও ভালো করা সহজ হবে না। তাই আমরা একই ধরনের পারফরম্যান্স আশা করছি, সম্ভব হলে একটু বেশি ভালো। কিন্তু কুইভিন কেলেহার খুবই ভালো করেছে। ’
‘তাই আমরা বলতে পারি আমাদের দুইজন দারুণ গোলরক্ষক আছে, যারা আমাদের জন্য কাজটি করতে পারে। কিন্তু এত বছর ধরে আলিসন ক্লাবের হয়ে এতটাই অসাধারণ পারফর্ম করছে যে, আমরা আশা করছি সামনের সপ্তাহ ও মাসগুলোতে সে একই কাজ করবে। ’
আলিসন না থাকা অবস্থায় কেলেহার এই মৌসুমে ১২ ম্যাচে লিভারপুলের গোলপোস্টের নিচে ছিলেন। দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার বিপক্ষে জাল অক্ষত রেখেছেন এই গোলরক্ষক।
চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট টেবিলের চূড়ায় রয়েছে লিভারপুল। আসরের পাঁচ ম্যাচের মধ্যে সবগুলোতেই জয় পেয়েছে তারা। প্রিমিয়ার লিগেও টেবিল টপার অল রেডসরা।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
আরইউ