ফেডারেশন কাপে আজ ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে দেশের ঐতিহ্যবাহী দুই দল- মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী। গ্রুপ ‘বি’ এর খেলায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে খেলবে মোহামেডান।
এই ম্যাচের আগে ভেন্যু নিয়ে অভিযোগ তুলেছিল মতিঝিল পাড়ার ক্লাবটি। চিঠি দিয়েই তারা জানিয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলবে না সাদা-কালোরা। অন্য ম্যাচে আবাহনী লিমিটেড খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস নেটওয়ার্কে।
মোহামেডান এবারের মৌসুম শুরু করে চ্যালেঞ্জ কাপ দিয়ে। কিংস অ্যারেনায় সেই ম্যাচে অবশ্য বসুন্ধরার সঙ্গে পেরে উঠেনি তারা। খেলায় এগিয়ে গিয়েও হার মানে মোহামেডান। স্মোক ফ্লেয়ারের কারণে একটা সময় ম্যাচ বন্ধ থাকে কিছু সময়। মূলত সেটি নিয়েই তাদের আপত্তি। শেষ পর্যন্ত ক্লাবটির আপত্তি ধোপে টেকেনি। তবে প্রিমিয়ার লিগের খেলায় প্রথম দেখাতেই কিংসকে ১-০ গোলে হারিয়ে প্রতিশোধ নেয় গতবারের রানার্সআপরা। এবার দলটির সামনে লক্ষ্য জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু করা।
এদিকে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে আতিথেয়তা দেবে ঢাকা আবাহনী। প্রিমিয়ার লিগের দুই ম্যাচে ফকিরেরপুল ইয়াংমেন্স ও ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে জয় তুলে নেয় ধানমন্ডির ক্লাবটি। জয়ের ধারা অব্যহত রাখতে চায় তারা ফেডারেশন কাপেও। তুলনামূলত কম শক্তিধর দলকে মোকাবিলা করে ফেডারেশন কাপ শুরু করতে যাচ্ছে আবাহনী। যদিও চট্টগ্রামের ক্লাবটিকে তারা কোনোভাবে হালকাভাবে নিচ্ছে না।
ফেড কাপের ম্যাচের জন্য আবাহনী নিবিড় অনুশীলন করেছে নিজেদের মাঠে। রবিবার বিকালে দলকে দুই ভাগে ভাগ করে অনুশীলন করিয়েছেন প্রধান কোচ মারুফুল হক। এই ম্যাচ নিয়ে প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেছেন, ‘আমরা লিগটা ভালোভাবে শুরু করেছি। দুই ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট পেয়েছি। এবার ফেডারেশন কাপেও জিততে চাই। আর চট্টগ্রাম আবাহনীকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মাঠে তারা আমাদের কঠিন চ্যালেঞ্জ জানাবে, এটা সত্যি। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। ’
এবারের মৌসুমে ঢাকা ও চট্টগ্রাম আবাহনীই কোনো বিদেশী ছাড়া খেলবে। মৌসুম শুরুর আগে আবাহনীকে এ নিয়ে দুঃশ্চিন্তাই হয়ত করতে হয়েছে। তবে মাঠের লড়াইয়ে বিদেশীদের অনুভব করতে দেননি শাহরিয়ার ইমন, জাফর ইকবাল, মোহাম্মদ ইবরাহীম ও মিতুল মারমারা। দারুণ খেলেই লিগের দুটি ম্যাচ জিতে নিয়েছে দলটি। যদিও দুই ম্যাচ দিয়ে এখনই বিচার করতে চান না কোচ মারুফুল, ‘আমাদের লম্বা পথ পাড়ি দিতে হবে। দুটি ম্যাচ জিতেছি, তবে পা মাটিতেই রাখতে হবে। ছেলেরা জানে তাদের দায়িত্ব কি। ’
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এআর/আরইউ