ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

২০১৭ ব্যালন ডি’অর

মেসিকে ছুঁতে পারবেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
মেসিকে ছুঁতে পারবেন রোনালদো? রোনালদো, নেইমার ও মেসি / ছবি: সংগৃহীত

আর কয়েক ঘণ্টা পরেই জানা যাবে ২০১৭ ব্যালন ডি’অর বিজয়ীর নাম। পঞ্চমবারের মতো বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে লিওনেল মেসিকে ছুঁতে পারবেন ক্রিস্টিয়ানো রোনালদো? ফুটবলবোদ্ধাদের চোখে রিয়াল মাদ্রিদ সুপারস্টারই এগিয়ে সবার চেয়ে।

গত মাসেই টানা দ্বিতীয়বার ফিফা বর্ষসেরার আসনে বসেন ৩২ বছর বয়সী রোনালদো। ব্যাক-টু-ব্যাক ব্যালন ডি’অর জিতে নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড জয়ের দৌড়ে গত অক্টোবরে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়।  ব্যালন ডি’অরের ‍পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

প্যারিসে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর ট্রফি হাতে নেবেন গ্রহের নাম্বার ওয়ান ফুটবলার। অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টায়।

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ী রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার প্রাণভোমরা মেসি। গত ৯ বছর ধরে সময়ের দুই সেরা আইকনের দখলে ব্যালন ডি’অর। ২০০৭ সালে দু’জনকে টপকেছিলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা কাকা।

২০১৫ সালের তৃতীয় স্থানধারী নেইমারও চ্যালেঞ্জ জানাতে পারেন। গত আগস্টে বার্সা অধ্যায়ের ইতি টেনে পিএসজিতে পাড়ি জমান ব্রাজিলিয়ান সেনসেশন।

ব্যালন ডি’অর পুরস্কার আয়োজন করে ইউরোপের খ্যাতনাতা ফ্রেঞ্চ ফুটবল সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। বিশ্বের নির্বাচিত ১৭৩ জন সাংবাদিকের ভোটে নির্ধারিত হবে ২০১৭ ব্যালন ডি’অর।

প্রসঙ্গত, ফিফার সঙ্গে ছয় বছরের চুক্তি (২০১০-২০১৫) শেষে গত বছর থেকে আলাদা হয়ে যায় একীভূত ‘ফিফা ব্যালন ডি’অর’। আগের ব্যালন ডি’র এ ফিরে যায় ফ্রান্স ফুটবল। ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ নামকরণ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দু’বারই বর্ষসেরার খেতাব ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ (পুরনো নাম ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার) দখলে নিয়েছেন সিআর সেভেন।

বলা বাহুল্য, সম্প্রতি সোস্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবি আলোচনার ঝড় তোলে। যেখানে মেসিকে ২০১৭ ব্যালন ডি’অর জয়ী হিসেবে দেখানো হয়। কিন্তু এটি আদৌ ‘ফ্রান্স ফুটবল’র কাভার ফটো কিনা তা নিশ্চিত নয়। যেটি বিক্রি হবে ৮ ডিসেম্বর থেকে। ফাঁস হওয়া ছবিটি আসল না নকল তা পরিষ্কার হবে আজ রাতেই! মেসির হাতে উঠছে ২০১৭ ব্যালন ডি’অর!

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ৭ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।