চট্টগ্রাম: সাতটি মামলার কারাদণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ আবদুল জলিল প্রকাশ জসিমকে ৩০ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ।
সৈয়দ আব্দুল জলিল, আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বাংলানিউজকে বলেন, সাতটি মামলার কারাদণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ আবদুল জলিল প্রকাশ জসিম পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে করে।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
এমআই/পিডি/টিসি