ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাষ্ট্রে আইনের শাসন থাকলে সবাই নিরাপদ: ডা. শাহাদাত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
রাষ্ট্রে আইনের শাসন থাকলে সবাই নিরাপদ: ডা. শাহাদাত ...

চট্টগ্রাম: কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, রাষ্ট্র ও সমাজে আইনের শাসন থাকলে সবাই নিরাপদ। না থাকলে কেউ নিরাপদ নয়।

আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের সব সেক্টর ধংস করে দিয়েছে।
বিচার বিভাগকে দলীয়করণের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন ও হত্যাযজ্ঞে ব্যবহার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হবে বিচার বিভাগকে দলীয়করণ মুক্ত করে আইনের শাসন প্রতিষ্ঠা করা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামে আইনজীবীদের সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে দায়ের করা গত ১৬ বছরের বিভিন্ন মামলা সংক্রান্ত  বিষয়ে আলোচনা শেষে তিন এসব কথা বলেন।

আইনের শাসন প্রতিষ্ঠিত হলে দেশে আর কোনো অন্যায় অবিচার হবে না জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, প্রত্যেক নাগরিকের ভোটের অধিকার শক্তিশালী অস্ত্র। এই অস্ত্রের সঠিক ব্যবহার করতে হবে। ২০০৭ সাল থেকে আগস্ট ২০২৪ সাল পর্যন্ত সকল রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগ সরকার আসার পর বিএনপিসহ সকল বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছিল। মিথ্যা গায়েবি মামলায় অনেকেই জেল হাজতে মৃত্যুবরণ করেছে। মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার শুধু মিথ্যা মামলা দিয়ে ক্লান্ত হয়নি যারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে তাদেরকে গুম, খুন, নির্যাতন করেছে।  বাংলাদেশের মানুষ ১৬টি বছর আওয়ামী লীগ সরকারের নির্যাতনে অতিষ্ঠ ছিল। নির্বাহী আদেশে বিগত ১/১১ থেকে শেখ হাসিনার শাসন আমলের ১৬টি বছরে যে সমস্ত রাজনৈতিক, হয়রানিমূলক, উদ্দেশ্যপ্রণোদিত গায়েবি মামলা হয়েছে, সকল মামলা প্রত্যাহার করতে হবে।  

এ সময় উপস্থিত ছিলেন বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরশাদ হোসেন চৌধুরী রাজ্জাক ও অ্যাডভোকেট আকবর আলি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।