ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডোবায় লেগুনা পড়ে চালক নিহত , আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
ডোবায় লেগুনা পড়ে চালক নিহত , আহত ১০ ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা ডোবায় পড়ে চালক আব্দুর রহমান (৫৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ শ্রমিক।

নিহত আব্দুর রহমানের বাড়ি আনোয়ারা উপজেলায়।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়া ধর বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন আগেই মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।