ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৩৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
৩৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় প্রাইভেট কারের তেলের ট্যাংকে ভরে ৩৫ হাজার ইয়াবা নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ ইসমাইল (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে চুনতী এলাকায় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ ইসমাইল, কক্সবাজার জেলার টেকনাফ থানার পৌর এলাকার আবদুস সালামের ছেলে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার ১২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী এলাকায় রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়।

ওই গাড়ির সিটের নিচে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় লুকানো ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় মোহাম্মদ ইসমাইল নামে একজনকে গ্রেফতার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।