ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আসাদগঞ্জ থেকে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
আসাদগঞ্জ থেকে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী এলাকার আসাদগঞ্জ থেকে প্রায় তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর।  

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে আসাদগঞ্জের খুইল্যা মিয়া মার্কেটে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

 

পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদফতরের হিসাব রক্ষণ কর্মকর্তা শাহজাদা মো. শামসুজ্জামান ও পরিদর্শক মো. মনির হোসেন এবং ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।