ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দালাল ধরতে দুদকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
দালাল ধরতে দুদকের অভিযান ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাজীব বৈদ্য (২৮) ও  হাসান (২২)।

দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক ফয়সাল কাদের বাংলানিউজকে বলেন, দুদকের অভিযোগ নাম্বার ১০৬ এ সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয়।

আমাদের এক কর্মকর্তা রোগীর স্বজনের ছদ্মবেশে হাসপাতালের গাইনী ওয়ার্ডে গিয়ে দালালদের সঙ্গে কথা বলেন। এসময় তারা সুলভ মূল্যে ওষুধ দেওয়ার কথা বলে প্রতারণার চেষ্টা করে। পরে সেখান থেকে ২ দালালকে হাতেনাতে আটক করা হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বাংলানিউজকে বলেন, দালালের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় কঠোর। দুদক এখানে অভিযান চালানোর কথা জানালে আমি তাদের আমন্ত্রণ জানাই। তারা এসে দুই দালালকে আটক করেন। তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘন্টা,  ১৯ জানুয়ারি  ২০২৩ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।