ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন  ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার আসকারদিঘির পাড় এলাকায় দুল নাহার নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোহাম্মদ সেকান্দর আলী বাংলানিউজকে বলেন, স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত । রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ২২ জুন আসকারদিঘির পাড় এলাকায় পারিবারিক কলহের জের ধরে মারধরের একপর্যায়ে স্ত্রী দুল নাহারকে পেটে লাথি মেরে হত্যা করেন জাকির হোসেন। এ ঘটনায় দুল নাহারের স্বজন কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন। মামলায় আদালতে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ