ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাসে মাদক গ্রহণ, চুয়েটের ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
বাসে মাদক গ্রহণ, চুয়েটের ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বাসে মাদক সেবনের দায়ে ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দফতরের উপ-পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

তিনি বলেন, বাসে মাদক সেবন করার অপরাধে চার শিক্ষার্থীর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। মাদকের বিরুদ্ধে চুয়েট প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে।

আমাদের মাদকবিরোধী অভিযান সবসময় চলমান থাকবে।  

বহিষ্কৃতরা হলেন- ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব, আকিব জাবেদ আসিফ ও আমানত উল্লাহ। তারা প্রত্যেকেই চুয়েট যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এক বছরের জন্য তারা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কৃত থাকবে৷ সেই সঙ্গে তারা হলে অবস্থান এবং হল এলাকায় প্রবেশ করতে পারবে না।

জানা যায়, গত ১৩ ডিসেম্বর নগরের পুরাতন রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে চুয়েট ছাত্রকল্যাণ দফতর। এসময় চুয়েট ক্যাম্পাসে রাত্রিকালীন ফেরার বাসে হুইস্কি সেবনকালে হাতেনাতে ধরা হয় চার শিক্ষার্থীকে। পরে ১৪ ডিসেম্বর জরুরি ডিসিপ্লিন কমিটির সভা শেষে তাদের শোকজ করা হয়। শোকজের জবাবের পর গত ১২ জানুয়ারি ডিসিপ্লিন কমিটির ২৫৩তম সভায় মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ