ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় প্রাইভেটকারচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
আশুলিয়ায় প্রাইভেটকারচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু আব্দুল মোতালেব হাওলাদার

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির প্রাইভেটকারের চাপায় আব্দুল মোতালেব হাওলাদার (৬৩) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী হাসিবুল হাসান বলেন, সকালে বাজার করতে পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম আমি। এসময় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবরস্থান রোডের মাথায় কিছু লোকজনের সোরগোল দেখে এগিয়ে যাই। এসময় রক্তাক্ত এক বৃদ্ধকে হাসপাতালে পাঠানো নিয়ে সবাই যে যার মতো করে মন্তব্য করছিলেন। কালক্ষেপণের কারণে যেকোনো সময় ওই ব্যক্তির মৃত্যু হতে পারে ভেবে দ্রুত আমি ও আরেকজনসহ তাকে একটি রিকশায় তুলে নিকটস্থ হাসপাতালে নেই। কিন্তু গুরুতর হওয়ায় আহত ব্যক্তিকে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওখানকার লোকজন বলছিল ওই ব্যক্তি সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে অনেক দূর নিয়ে যায়। এতে তার শরীরে থাকা শীতের মোটা পোশাকও ছিঁড়ে গেছে। বুকের উপর গাড়ির চাকারও দাগ দেখেছি। তবে ওনার পরিচয় জানতে পারিনি।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, মরদেহ থানা হেফাজতে রয়েছে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা নেই। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।