ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চরভদ্রাসনে ৪ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
চরভদ্রাসনে ৪ ডাকাত আটক ফাইল ছবি

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে চার জনকে আটক করেছে পুলিশ।   

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আটক ডাকাতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাম্মন্দী গ্রামের জমির মোল্যার ছেলে আবুল মোল্যা (৪১), ভদ্রকান্দা গ্রামের নূরুদ্দীন খালাসীর ছেলে ছিদ্দীক খালাসী (৪৪), সোনামুখী চর গ্রামের খালেকের ছেলে আরিফ (৩৮) ও কোতয়ালী থানার বোকাইল গ্রামের মজিবর মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩৬)।  

ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, গোপন তথ্য পেয়ে সোমবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের চরসুলতানপুর তাহেরে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই চার ডাকাত সদস্যকে আটক করা হয়। তারা এলাকাটিতে এক কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা করছিল। আটকদের কাছ থেকে ছুরি, স্লাইড রেঞ্জসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আটক চার ডাকাতের নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।