ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে মদসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
পঞ্চগড়ে মদসহ আটক ১ মদসহ আটক আকাশ

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় তিন বোতল বিদেশি মদসহ পলাশ রায় আকাশ (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আকাশ একই উপজেলার ধামেরঘাট (ঝাড়পাড়া) গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।  

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে ডাঙ্গাপাড়া গ্রাম থেকে তিন বোতল বিদেশি মদসহ আকাশকে আটক করা হয়। সে সময় তার সঙ্গে থাকা দুই-তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়াদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।