ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় নৌকার প্রচারণায় ফেরদৌস ও অপু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
ভোলায় নৌকার প্রচারণায় ফেরদৌস ও অপু

ভোলা: ভোলার লালমোহনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এর অংশ হিসেবে ভোলা-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

এ সময় তারা নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওনের তৃতীয় বিজয় সুনিশ্চিতে ৩০ ডিসেম্বর শুধুমাত্র নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাতানী বাজারে সমবেত হাজার হাজার সাধারণ জনগণের কাছে নৌকায় ভোট চেয়ে নায়ক ফেরদৌস বলেন, নৌকা বঙ্গবন্ধুর মার্কা, নৌকা জননেত্রী শেখ হাসিনার মার্কা, নৌকা জননেতা শাওন ভাইয়ের মার্কা, নৌকা উন্নয়ন ও জনগনের মার্কা।

তাই নিজেদের মার্কার বিজয় সুনিশ্চিতে নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই।  

এসময় নায়িকা অপু বিশ্বাসও সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।