ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন আইডিইবি’র নব নির্বাচিত কাউন্সিলররা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
শপথ নিলেন আইডিইবি’র নব নির্বাচিত কাউন্সিলররা

রাজশাহী: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ রাজশাহী জেলা শাখার উদ্যোগে শপথ নিলেন আইডিইবি জেলা নির্বাহী কমিটির (২০১৬-২০১৮) নব নির্বাচিত নেতারা ও কেন্দ্রীয় কাউন্সিলররা।

শনিবার (০২ জানুয়ারি) বিকেলে নগরীর ২ নম্বর ওয়ার্ডে আইডিইবি রাজশাহীর নিজস্ব কার্যালয়ে নব নির্বাচিত নেতা ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করার আইডিইবি রাজশাহীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।



শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের (রাশিক) দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম।
 
আইডিইবি জেলা নির্বাহী কমিটির সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুব সাঈদ টুকু, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল গফুর, প্রাক্তন সহ-সভাপতি নওশের আলী ও প্রাক্তন সহ-সভাপতি তাজুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- আইডিইবির প্রধান নির্বাচন কমিশনার দাউদ আহমেদ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসএস/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।