নেত্রকোনা: ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদ এবং ভারতের মিডিয়ায় নেত্রকোনায় সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা শহরের বড় বাজার এলাকায় বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকী, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা আমিরুল ইসলাম, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা প্রমুখ।
এসময় পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা বলেন, নেত্রকোনায় এখন পর্যন্ত কোনো সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেনি। এই জেলা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
আরএ